আমি ও ধ্রুপদী মুখ// অলোক আচার্য

কে কাকে ছেড়ে গেছি
সিঁড়ি থেকে ফিরেছি একা কতবার
বর্ষা না চৈত্র প্রহর;
এসব ব্যর্থ বক্তৃতা; বাইরে তামাটে জীবন
রোদে পোড়া শতরঞ্জি বিছানো সুখ পেরিয়ে
আমাকে বিমুগ্ধ রেখেছে
খোলাচুল বসন্তে মাখা ধ্রুপদী আড়ষ্টতা।

শেয়ার করুন:

সর্বশেষ পোষ্ট